সময়ের পথচলা

লিখেছেন লিখেছেন স্বপ্নের বাঙলা ১৯ জানুয়ারি, ২০১৩, ০৭:০৪:৩৫ সকাল

মাঝে মাঝে মন অজানায় হারায়

কষ্টের পাহাড় চেপে বসে বুকে

সব কিছু অজানা অচেনা লাগে

অসহ্য যন্ত্রনায় কাধে হৃদয় ?

-

মাঝে মাঝে মনে হয় ইশ

যদি ফেলে আশা দিন গুলিতে

আবার একটু ফিরতে পারতাম

স্বপ্ন দেখার মতো !!!

-

মায়ের কোলে সেকি মধুর মমতা

বাবার আদরে হাটি হাটি চলতে শেখা

ভালবাসার নাড়ীর বন্ধন

হৃদয়ের আজও স্পন্দন |

-

খুব ভোরে মসজিদে

কোরআন শিখার জন্য

যেতাম সবাই একসাথে

কিযে মজা হতো |

-

দল বেধে ইস্কুলে যাওয়া

স্যার এর পিটুনি খাওয়া

ঘোলা পানির পুকুরেতে

ডুব সাতারের খেলা !

-

বিকেলবেলা ফুটবল,

গুল্লাচুট কিংবা কানামাছি

বাশের লাঠির স্ট্যাম্প আর

নারকেল ডগার ব্যাট

টেনিস বলের ক্রিকেট !

-

হারিকেনের আবছা আলোয়

ঝিমিয়ে লেখা পড়া

জোনাকী দের ধরে ধরে

বোতল বন্ধি করা !

-

বৃষ্টির টাপুর টুপুর ছন্দে

ভিজে একাকার হওয়া

ঝড়ের দিনে আম কুড়ানো

বাড়ির পাশে বর্ষায়

কলা গাছের ভেলা বাওয়া !

-

নতুন ধানের চিড়া মুড়ি

খেজুর রসে শীতের পিঠা

চাদের আলোয় নীল্ আকাশে

অসফল তারা গুনা !

-

মাঝে মাঝে মনে হয় ইশ

যদি ফেলে আশা দিন গুলিতে

আবার একটু ফিরতে পারতাম

স্বপ্ন দেখার মতো !!!



বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File