স্বপ্নে হারিয়ে যাওয়া..............

লিখেছেন লিখেছেন স্বপ্নের বাঙলা ২৪ মে, ২০১৩, ০৮:৪৫:৩৩ সকাল

প্রতিক্ষায় আর প্রত্যাশায়

অজস্র অজানা প্রহর 

কল্পনার পর কল্পনা 

অধিকের ঠাঁই হতাশায়।

-

কল্পনায় আর অপেক্ষায়

দিবারাত্রি মাস বছর

বসন্তের পর বসন্ত্

অতীত গহিন অজানায়।

-

ভালবাসায় আর আশায়

অন্তহীন অনন্ত সময় 

স্বপ্নের পর স্বপ্ন

ভাঙ্গে নিঠুর বাস্তবতায়। 

-

ভাবনায় আর আকাংখায়

অবিরত চলমান প্রতিক্ষন

কামনার পর কামনা  

অপ্রাপ্তির অতলে হারায়।

-

জাগতিকতায় আর বাস্তবতায় 

হঠাৎ হঠাৎ কখনো কখনো 

স্বপ্ন স্বাদ আর ভাবনা

পথ ভুলে যেন 

প্রাপ্তির বিজলীতে চমকায়। 

-

অসম প্রত্যাশা 

প্রাপ্তি অপ্রাপ্তির

অদ্ভুত পাশাপাশি চলা

জীবনের অমোঘ নিয়তি

আশা নিরাশার দোলাচলে

আগামী অজানার স্বপ্ন বুনে 

জীবনের নিয়মে আগামী পানে  

স্বপ্নে হারিয়ে যাওয়া।

বিষয়: সাহিত্য

১৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File