আয়না মিথ্যা বলছে ???
লিখেছেন লিখেছেন স্বপ্নের বাঙলা ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪৬:৪৮ সকাল
আয়না মিথ্যা বলছে ???
কথাগুলো প্রায় সবারই জানা তারপরও লিখছি - লেখার প্রয়োজন অনুভব করছি !দেশ ও জাতির এ ক্রান্তিকালে কিছু প্রশ্নের উত্তর সন্ধানের তাড়না অনুভব করছি | কেন আজ আমরা একে অন্যের প্রতিদ্বন্দী ? কেন আজ আমরা একে অন্যের রক্ত পিয়াসী হায়না ? কাদের অবদানে ? কেন আজ আমাদের এ অবস্থা ? জাতি হিসাবে কেন আজ আমার বিভ্রান্থ-বিভক্ত ? এরকম আরও অনেক প্রশ্নের উত্তরে একটি অন্যতম প্রধান কারণ যা এই অধমের ক্ষুদ্র জ্ঞানের উপলব্ধি |
একটি দেশের মিডিয়া কে বলা হয় সে দেশের আয়না অথবা প্রতিছবি | মিডিয়ার প্রধান এবং প্রথম কাজ হলো কোনো ঘটনার হুবুহু চিত্র দেশ ও জাতির সামনে তুলে ধরা | সত্য সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করা - ঠিক আয়না যেমন তার সামনে যে অথবা যাই থাকুক তার হুবুহু প্রতিফলন ঘটায় |
একটি আয়না যদি ভাঙ্গা অথবা অস্বচ্ছ হয় তাতে যেমন প্রকৃত প্রতিছবি আসে না আর তাতে মানুষ বিভ্রান্ত হয় - ঠিক তেমনি করে একটি জাতির মিডিয়া তথা আয়না যদি দলীয় পক্ষপাতদুষ্ট, অসত্য এবং একপেশে মিথ্যাচারে লিপ্ত হয় তখনই জাতি বিভ্রান্থ এবং বিভক্ত হয়ে পড়ে |
আজ বাংলাদেশের প্রায় সব মিডিয়া ( দু একটি ছাড়া ) সত্যের লেশহীন পক্ষপাত্দুষ্ট দলীয় লেজুড়বিত্তি ও নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত |সাংবাধিকরা ভুলে গেছেন দেশ ও জাতির প্রতি তাদের মহান দায়ীত্ব - সত্য ও সুন্দরের অঙ্গীকার | তারা ব্যস্ত ক্ষমতা লোভী রাজনীতি আর রাজনীতিকদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে | আর মিডিয়ার এই অসত্য সংবাদ পরিবেশনা ও দলীয় লেজুড়বিত্তির ফলশ্রুতিতে দেশ ও জাতি আজ চরম ভাবে বিভ্রান্ত এবং বিভক্ত | মিডিয়ার কাজ যেখানে ছিলো জাতিকে আয়নার মতো তার প্রতিছবি দেখানো কিন্তু তারা সেখানে জাতিকে কেবল অস্বচ্ছ আর পক্ষপাতদুষ্ট বিকৃত ছবি উপহার দিচ্ছেন |
বাংলাদেশের সংবাদ মাধ্যম আজ চরম ভাবে রাজনীতির ঘৃণ্য খেলার হাতিয়ারে পরিনত হয়েছে | বিবেক বুদ্ধিসম্পন্ন যে কেউ একটু ভালো করে খেয়াল করলে বুঝতে কষ্ট হবার কথা নয় কোন সংবাদ মিডিয়া কার তাবেদারী করছে |
এ জাতির চরম দূর্ভাগ্য দেশ ও জাতির আয়না তথা সংবাদ মাধ্যমও জাতির সাথে রাজনীতি করছে !
যে সাংবাধিক হওয়ার কথা ছিলো জাতির বিবেক সে হয়েছে দলীয় রাজনীতির কর্মী !
হলুদ সাংবাধিকতা,সংবাদপত্র এবং ইলেক্ট্রনিক মিডিয়া জাতিকে আজ ধংশের দারপ্রান্তে নিয়ে এসেছে !
সাংবাধিকদের প্রতি আকুল আবেদন আপনারা দেশ ও জাতির কল্যাণের জন্যে কাজ করুন | মহান এ পেশাকে আর কুলষিত করবেন না | দয়া করে হলুদ সাংবাধিকতা বন্ধ করুন | জাতিকে আর বিভ্রান্ত ও বিভক্ত করবেন না | দেশ ও জাতির প্রয়োজনে সত্য সুন্দর ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করুন | জাতির আয়না তথা বিবেক হিসাবে নিজের উপর অর্পিত গুরু দায়িত্ব পালন করুন |
মহান আল্লাহ রাব্বুল আলামিন এ বিভক্ত জাতিকে রহম করুন |
বিষয়: বিবিধ
১৫২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন