বিএনপি -জামাত পথহারা !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫২:৩১ সকাল

বিএনপি -জামাত পথহারা !!

শাহবাগের নতুন প্রজন্মের হরতাল প্রতিরোধের হুঙ্কারে জামাত-বিএনপি লেজ গুটিয়ে দিয়েছে দৌড় ! হরতালকে সমর্থন দিয়ে বড় গলায় বিএনপি বলেছিল তারা রাস্তায় সক্রিয় থাকবে ! কিন্তু গলাবাজ বিএনপি নেতা কর্মীদের রাস্তা তো দুরের কথা , তাদের কে নিজ বাড়িতে পর্যন্ত দেখা যায় নি ! আর জামাত-শিবির গত শুক্রবার পবিত্র জুম্মার দিনে জাতীয় মসজিদে আগুন-ভাংচুর করে ধর্মপ্রাণ মুসলমানদের নিকট এমনিতেই ভীষনভাবে ঘৃণিত , তাই অন্যান্য হরতালের মত তাদের কে সারা দেশের কোথাও দেখা যায়নি ৷ এবার সাধারণ জনগণ যেভাবে নতুন প্রজন্মের হরতাল প্রতিরোধ মিছিলে স্ব্তচ্ফুর্ত ভাবে অংশগ্রহন করেছে তা ছিলো এক কোথায় অভাবনীয় ! জামাতকে নিষিদ্ধ করার দাবি এখন জাতীয় দাবিতে পরিনত হয়েছে ৷ নতুন প্রজন্মের আন্দোলন আজ টেকনাফ থেকে তেতুলিয়ায় গণজাগরণ তৈরী করেছে অথচ প্রধান বিরোধী দল বিএনপি তরুনদের পাশে না দাড়িয়ে জামাত কেই সমর্থন দিয়ে যাচ্ছে ! তাতে ক্ষতি হচ্ছে কিন্তু বিএনপির , দিন দিন তারা জনসমর্থন হারিয়ে ফেলছে ৷ এভাবে চলতে থাকলে বিএনপি একদিন মুসলিম লীগের মত বাংলাদেশের রাজনীতিতে হারিয়ে যাবে ! '৬৯ সালে তত্কালীন পূর্ব পাকিস্তানের তরুনরা এগারো দফার আন্দোলন করে আগরতলা ষড়যন্ত্র মামলার ট্রাইবুনাল ভেঙ্গে দিয়ে বঙ্গবন্ধুকে মুক্ত করে

এনেছিল ৷ শাহবাগের প্রজন্মের আন্দোলনে আমরা '৬৯ এর আন্দোলনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি , যুদ্ধপরাধীদের ফাসির রায় কার্যকর আর জামাতের রাজনীতি নিষিদ্ধ করেই এবার তারা ঘরে ফিরবে ইনশাল্লাহ ৷

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File