বিষাক্ত নিশ্বাস

লিখেছেন লিখেছেন স্বপ্নের বাঙলা ১৩ নভেম্বর, ২০১৩, ০৮:১৮:৩১ সকাল

~~~~~দিনে দিনে সময় গড়ায়~~~~~

~~~~~মাস বছর যুগও হারায়~~~~~

~~~~~সময়ের মরিচিকায়~~~~~

~~~~~স্বপ্ন সব ফিকে হয়ে~~~~~

~~~~~ক্ষয়ে ক্ষয়ে যায়।~~~~~



~~~~~অজস্র স্বপ্নিল স্বপ্নের~~~~~

~~~~~অচাহিত্ সলিল সমাধি~~~~~

~~~~~যন্ত্রণার বিষে কাতর~~~~~

~~~~~হৃদয়ের অবারিত প্রান্তর~~~~~

~~~~~সাহারার ধুধু মরুভূমি।~~~~~



~~~~~কষ্টের সুপ্ত আগ্নেয়গিরি~~~~~

~~~~~অশান্ত বুকের গহিনে~~~~~

~~~~~উত্তপ্ত বায়বীয় উদগীরণ~~~~~

~~~~~যেন বহমান প্রতিক্ষনে~~~~~

~~~~~বিষাক্ত জীবনী নিশ্বাসে।~~~~~

বিষয়: বিবিধ

১৫২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File