অস্থীর মনের সান্ত্বনা

লিখেছেন লিখেছেন সত্য সমাগত ১৩ নভেম্বর, ২০১৩, ১০:৪৭:১৮ সকাল

উল্কার বেগে ধাবিছে এ মন

খোলা চোখে দেখি শত প্রহসন

লাখো বাঁদরের কোলাহলে আজ পরিপূর্ণতায় ধরা

ক্রন্দন আর প্রলাপে বিলাপে জনতা দিশেহারা।

আনমনে যবে নির্জনে

অশ্রু ঝরে ক্ষণে ক্ষণে

নাঙ্গা হাতে খঞ্জর ধরে আমারই এক ভাই,

তাই দেখে হাসে বিজয়ীর হাসি সুবিধাভোগী সবাই।

উন্মাদ হয়ে সকলে ছুটিছে

মিছে আলেয়ার পিছে,

মরণ তরীতে ভিড় করেছে

অজানা এক উল্লাসে।

যাদের তাজা রক্ত দিয়ে

রাজপথ আজ করিছ রঙিন

শেষকালে তাই তোমারও ভাই

বদনখানা হবেই মলিন।

ছন্দ ভুলে দ্বন্দ্বে মাতি।

আপনারে তাই নিঃস্ব করে

স্বপ্ন ছেড়ে মানুষের নীড়ে,

ক্ষীণ আশায় বুক বেঁধে চাই

ফিরিয়ে দিতে অন্ধের জ্যোতি।

বিষয়: বিবিধ

১৩৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File