সমর্পণ
লিখেছেন লিখেছেন সত্য সমাগত ১৭ মে, ২০১৩, ০৩:৩৪:৩৪ দুপুর
ধরায় পাঠাইলে প্রভু
অসহায় হীনবল আমি যে শিশু
নিকষ আঁধারে ভরা সুবিশাল ধরা
অলিতে গলিতে ফিরে অথর্ব সব জরা।
সমাজের পুঁজিবাদী পুঁজিপতি সব
অর্থখোদার জোরে পৃথিবীর রব
অর্থবিভেদে করে সৃষ্টি বিবাদ
প্রতিবাদী হলে আসে ভীষণ আঘাত।
শরতের তারা ভরা রাতের বেলা
শান্ত হৃদয় চাহি আমি একেলা
সারাক্ষণ ভাবি শুধু
আছে কি সমাধা কিছু?
ক্ষীণ আশা জেগে মনে লাগে যে দোলা
নিজেকে সঁপি প্রভু আমি নিরালা।
ধরায় পাঠাইলে প্রভু
আগে বুঝি নাই কভু
এ ক্ষণে বুঝি প্রভু তোমার দাবি,
পুলকিত হৃদে তাই
তোমারই নিকটে যাই
ছুটিয়া চলি লয়ে আমার সবি।।
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন