বাকস্বাধীনতা ও মানব মর্যাদা
লিখেছেন লিখেছেন সত্যতে বিশ্বাসী আমি ১৯ জানুয়ারি, ২০১৩, ০৯:৫৫:৫০ সকাল
মানবজাতি মহান আল্লাহর সৃষ্টি। সকলেই আমরা মানব। তবে প্রত্যেক জাতিগতভাবে ভিন্নতায় রূপনিয়েছে ধর্মের ভিন্নতার কারনে।
কিন' কেউ জাতিগতভাবে ভিন্ন মানুষ হলেও কারও জন্যই বৈধ নয় একজন মানুষের ব্যক্তিত্ব সম্মান ও মর্যাদায় অন্যায়ভাবে আঘাত হানা।
এটি বৈধ নয় আন্তর্জাতিক আইনে, বৈধ নয় কারও ব্যক্তিগত আদালতেও। মানবজাতির জন্য সৃষ্টি হয়েছে সকল প্রাণী।
পৃথিবীর প্রত্যেকটি প্রাণীই মানুষের কল্যাণের জন্য আল্লাহ্ তায়ালা সৃষ্টি করেছেন। তাই আমরা দৃঢ়ভাবে বলতে পারি, মানবজাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এক জীব।
তাই কেউ চাইলেই একজন মানুষের উপর বাক স্বাধীনতার বুলি ছাড়িয়ে ব্যক্তিত্বে আঘাত দিতে পারে না। সমপ্রতি পাশ্চাত্যসহ অধিকাংশ ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে কতিপয় দুরাচার ব্যক্তি প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ব্যাঙ্গ করছে।
রাসূল (সা) শুধু একজন সাধারণ মানুষ নয় বরং তিনি সর্বকালের, সর্বযুগের, সর্বশ্রেষ্ঠ একজন মানুষ।
তার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ঠ হয়ে অনেকে হয়েছেন জগৎশ্রেষ্ঠ, তিনি ছিলেন মানবতার শান্তির অগ্রদূত। তিনি রিক্ত-হস-, দুঃখী-দরিদ্রের অসহায়ত্বকে বিদূরীত করতেন সর্বক্ষণ।
তিঁনি নারী জাতির মর্যদাকে করেছেন সমুন্নত। তার সাথে সাথে দাস-দাসীদের মর্যাদা দিয়েছেন পরিবারের সদস্য হিসেবে।
যার উপার্ধী ছিল আল-আমিন, আস-সাদিক তথা যিনি ছিলেন আবাল বৃদ্ধ-বণিতা সকলের নিকট বিশ্বস- ও সত্যবাদী।
আর সেই মহান মানবের সম্মান ও মর্যাদায় আঘাত হানা একজন বিবেক সম্পন্ন নীতিবান মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।
তাই যে বা যারা প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে অপমান করতে চাই তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়াটা সকল বিবেকসম্পন্ন মানুষের দাবী।
বিষয়: বিবিধ
১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন