শিল্পী কবি
লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ১৯ জানুয়ারি, ২০১৩, ১১:২২:৫২ সকাল
কাব্য কথা বাতুলতা লিখবে না আর কবি,
এবার থেকে আঁকবে রে সে অকাব্যতার ছবি।
গাছের চুঁড়ায় মাছের মাথা, কাল নাগিনীর ঠ্যাং,
জলের ভেতর নলের বাগান, শীতের কুনো ব্যাঙ।
নারীর চুলে বাড়ির উঠোন, শিশুর চোখে রাগ,
কাকের দেশে বকের ছবি, তারায় কালো দাগ।
বুঝবে যখন খুঁজবে তারে সেরা শিল্পী বলে,
দিনের বেলায় চাঁদের ভেলায় ঘুরবে গহীন জলে।
বিষয়: সাহিত্য
৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন