বিষয় ভাল কাজ ক হল

লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ১৯ জানুয়ারি, ২০১৩, ০৬:৪৭:৩৮ সকাল

সুপ্রিয় পাঠক শ্রোতা

নিজের মধ্যে অনেক গুরত্বপূর্ণ বিষয় ঘুরপাক খায়। কিন্তু উপযুক্ত মাধ্যমের অভাবে আমরা তার বহিঃপ্রকাশ ঘটাতে পারিনা।

আমরা একদম পাড়া্গ্রামে বাস করি যেখানে সূর্যের আলো পৌছান খুব কঠিন ব্যাপার । সুতারাং সেখানে ডিজিটাল কি জিনিস

কেউ বুঝতেই চাইবে না। তারপর গ্রাম এলাকার মানুষ বেশির ভাগ গরিব। আমি আমার দিক দিয়ে বুঝাতে চাই, ”আমি একজন

ছাত্র মানুষ,আমার বাবা একজন কৃষক । যেখানে আমার বাবার নুন আনতে পানতা ফুরায় সেখানে আমাদের লেখা পড়ার

খরচ বহন অবশ্যই আমার বাবার পক্ষে কষ্টসাধ্য”। তার উপর কিভাবে আমার মত বেকার সন্তানকে আমার বাবা কম্পিউটার চালানোর

মত খরচ বহন করতে পারে? শুধু কম্পিউটার থাকলেই হবে না তার পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ থাকতে হবে।

তার পর বিভিন্ন প্যাকেজ পরিছালনার বিশেষ অর্থের প্রয়োজন যা বহন করা অবশ্যই কষ্টসাধ্য একজন গরীব মানুষের পক্ষে।

সুতারাং শত গুরত্বপূর্ণ তথ্য থাকলেও প্রকাশ করা যথেষ্ট নিপুণতার দরকার । তাই আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাই

জনাব, দয়া করে ইন্টারনেট ব্যাবহারের বিষয়ে সহজ ও সল্পতার দিকে লক্ষ দিবেন যাতে গরীব মানুষ ইন্টারনেট ব্যবহার করতে

পারে । কারণ বাংলাদেশের বেশির ভাগ মানুষ গরীব। যেহেতু বেশির ভাগ মানুষ গরীব সেহেতু ঐ গরীব মানুষ যখন ইন্টারনেট ব্যবহার

করতে পারবে তখনই ”ডিজিটাল বাংলাদেশ ” স্বার্থক হবে। গ্রামীণ কিভাবে সোনালী ব্যাংক বা হলমার্ক গ্রুপকে উদাহারণ হিসাবে

ব্যবহার করে এর পরে লিখব।

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File