অপরাধ, তারা নামাজ পড়ছিল!!!
লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ০৪ নভেম্বর, ২০১৪, ১২:১৬:১৯ দুপুর
যাও, তোমরা তোমাদের মাম্মী-ডেডীর কাছে ফিরে যাও! তোমরা এখানে কেন এসেছ? এটাতো তোমাদের জন্য না! এটা প্রগতীশীলদের জন্য! যারা নিজের উপার্জনে চলতে পারে না। তাদের এখানে পড়তে আসাটাই অর্থহীন! এখানে পড়তে হলে নিজের পাড়ে দাঁড়িয়েই পড়তে হবে! তোমরা দেখনা, ঐসব ছাত্রীদের? যারা নিজের আয়ের টাকায় পড়ালেখার খরচ চালায়! তোমাদের এত সুন্দর দেহ থাকতে...
তোমরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এসে এখনো পরিবারের উপর ডিপেন্ডেন্ট! কি আশ্চর্য!! তোমরা নাকি নামাজও পড়! তোমাদের রুমে নাকি কোরআন-হাদিসের বই পাওয়া যায়! তোমরা, ঘুম থেকে উঠে, উলু উলু করতে পার, যোগ ব্যায়াম করতে পার, টাইট জামা পরে পুরো ক্যাম্পাস দোঁড়াতে পার, রবিন্দ্র সংগীত গাইতে পার। তোমরা এসব না করে জঙ্গীবাদী আচরন করছ! না, এ হতে পারে না!
আবার বিলকিস আপার কথাও নাকি তোমরা শুননা! সে যার বেডে যেতে বলে সেখানেও নাকি যাও না! তোমাদের এত সাহস! তোমরা কি জাননা? হলের মধ্যে থাকতে হলে বিলকিস আপায় যখন যেখনে যেতে বলবে তখন সেখানে যেতে হবে।
খবর: নামাজ থেকে আটকের পর ঢাবির ৪ ছাত্রী বহিষ্কার! ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক রওশন আরা নিতুল বলেন, ‘ওই চারজনকে সন্দেহ হলে ভোর ৫টার দিকে তাদের কক্ষে আমরা অভিযান চালাই। তখন তারা নামাজ পড়ছিল।’ হল প্রভোস্ট ড. সাজেদা বানু বলেন, আটক ছাত্রীদের হলের সিট বাতিল করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সংবাদ টা পড়ে অনুভূতি সব শুণ্য হয়ে গেছে! কোথায় বাস করছি আমরা! ধর্ম পালনের অধিকারও নাই!!
পৃথিবীর সেকিউলার বিশ্ববিদ্যালয়গুলিতেও যার কোন নজির নাই।
মন্তব্য করতে লগইন করুন