'নে, তোর বাপরে ফাঁসি দিলাম।'

লিখেছেন লিখেছেন আয়নাশাহ ০৪ নভেম্বর, ২০১৪, ১১:৫০:৫৯ সকাল

ফাঁসীর রায় হওয়ার পর এক শাহবাগী হিন্দু ফেসবুকে লিখেছে-

'নে, তোর বাপরে ফাঁসি দিলাম।'

একজন সাচ্চা মুক্তিযদ্ধাই বটে।

শেখ হাসিনা বলেছে, একটা একটা রায় হবে, সেই রায় কার্যকর হবে।

বুঝা গেলো, আওয়ামী এবং বাম সবার কথাই এক।

কিন্তু আর কে কি বললো ?

বিএনপি - আমাদের কিছুই বলার নেই। ওরা মৌলবাদী, আমরা হলাম সেক্যুলার।

দেওবন্দি - ওরা মওদুদীর ইসলাম মানে, সাহাবাদের নিষ্পাপ মনে করেনা। আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই।

মাইজভান্ডারী - ওরা তো মুসলমানই না। ওরা মাজারের বিরুদ্ধে। ওরসে আসেনা, সুফিবাদ মানেনা।

চরমোনাই - ওরা চার তরিকা মানেনা, আমার কাছে মুরিদও হয়না। নারী নেতৃত্ব মানে। ওদের ফাঁসী হলে হোক।

ফুলতলী - ওরা নবীজীকে (সঃ) হাজির নাজির মানেনা, মিলাদ কিয়াম করেনা। ওদেরকে মেরে ফেলাই উচিত।

আহলে হাদিস - আহলে হাদিসের বাইরে কোনো মুসলমান আছে নাকি? ওরা মাজহাবের পুজা করে।

ওহাবী - ওরা খালি রাজতন্ত্রের বিপক্ষে বলে। ওরা থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।

তাবলীগী - ওরা আছে রাজনীতি নিয়ে। রাজনীতী করলে তো মারামারি কাঁটা কাটী হবেই। আমরা এসবের মধ্যে নাই।

মাদখালি - ওরা শুধু গদি দখলের জন্য ফিতনা সৃষ্টি করে। নামাজ রোজা করলেই তো দ্বীন কায়েম হয় গেলো। গদী দখলের

কি দরকার?

সালাফী - সহি সুন্নাহ অনুয়ায়ী শাসক যদি ফাসিকও হয় আর অত্যাচারীই হোক, তবুও বিদ্রুহ করা জায়েজ না। লিংকনের

দেয়া হারাম পন্থায় কোনোদিন দ্বীন কায়েম হবেনা। ওরা বিদ্রুহী।ওদেরকে দমনের অধিকার শাসকের আছে।

বাকী থাকলো কি?

যারা বাকী থালো ওরা দুনিয়াকে তুচ্ছ করে আল্লাহর সন্তুস্টির জন্য কাতার বেঁধে লড়াই করে, শহীদ হয় কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনা। দুনিয়ার সকল শক্তি যখন ওদের বিরুদ্ধে দাঁড়ায় তখনই বুঝতে হবে হক্ক কারা।

এখন প্রশ্নঃ

হক্ক কয়টা? একটাই এবং শুধু একটাই।

আর বাতিল কয়টা?

হক্কের বাইরে যা ই আছে সব বাতিল, সব।

আল ইসলামূ হাক্কুন, ওয়াল কুফরু বাতিল।

আল ইসলামু নূরুন, ওয়াল কুফরু জুলমাহ।

বিষয়: বিবিধ

১৭৫৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281052
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৬
কাহাফ লিখেছেন :
আত্মঘাতী বিরোধই মুসলিমদের বর্তমান দূরবস্হার মূল কারণ! স্বার্থের পিছু সবাই নিয়েছে! প্রকৃত ইসলাম কেউ মানার সাহস করছে না!যারাই মানার ক্ষেত্রে এগিয়ে তারাই নির্যাতন-নিষ্পেষণের শিকার!
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
224648
আয়নাশাহ লিখেছেন : আপনার এই বোধটা যদি সবার হয়ে যায় তবে একটা আশা আছে। ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
224650
কাহাফ লিখেছেন :

আল্লাহ যেন সকল মুসলিমদের কে এক কাতারে আসার তৌফিক দান করেন, আমিন!
281056
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
281082
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২০
হতভাগা লিখেছেন : জামায়াত এখন মহা বিপর্যয়ে পড়েছে । তাদের নতুন ভাবে শুরু করতে হবে । প্রথমটা হবে - দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করার জন্য মুরুব্বীদের পক্ষ থেকে তাদের ক্ষমা চাইতে হবে এবং তা হতে হবে নিঃশর্ত।
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
224717
অনেক পথ বাকি লিখেছেন : সহমত
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৪
225007
আয়নাশাহ লিখেছেন : দেশের নাম ছিল পাকিস্তান। ওরা তো পাকিস্তানের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করেছেন, পকিস্তানকে আলাদা করে মুশরিকদের অধীনে যেতে চান নাই। যেমন গত মাসে স্কট ল্যান্ডের মানুষও তাদের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছেন, ক্যাম্পেইন করেছেন এবং মানুষকে স্কটল্যান্ডের স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে এসেছেন। এরকম দৃষ্টান্ত আরো আছে। তারা কেউ কোনো অপরাধ মুলক তৎপরতায় জড়িত ছিলেন না একথা প্রমানিত। ৪৩ বছরেও এদের কারো বিরুদ্ধে একটা মামলা নাই, জিডি নাই, নালিশ নাই। স্বাধীনতার পর প্রায় এক লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছিল, ৩৭ হাজার মামলা হয়েছিল। আইন প্রতিমন্ত্রীর কথা অনুযায়ী ৭৩ টি ট্রাইব্যুনাল করে ক্লাবরেটর আইনে প্রায় এক লাখ লোকের মধয়ে ২২ জনকে মৃত্যু দণ্ড, ৫৮ জনকে যাবজ্জীবন এবং ৭৫২ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়। এর পর প্রায় ১০ হাজার লোকের বিরুদ্ধে মামলা চলতে থাকা অবস্থায় শেখ মুজিব বাকী সবাইকে মাফ করে দেন। এই এক লক্ষ লোকের মাঝে কিন্তু আজকের যুদ্ধাপরাঁধি বলে দণ্ডিত কেউ ছিলেন না। বলুন তো, তাহলে ৪২ বছর পর এরা কি করে বের হলেন? এরা সবাই কিন্তু লেখা পড়া করা সহ এই সমাজেই ছিলেন।
শুনুন আইন মন্ত্রীর কথা। https://www.facebook.com/video.php?v=393211874165080
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
225037
হতভাগা লিখেছেন : উনারা পাকিস্তানে চলে যেতেই পারতেন , তাহলে এত সমস্যা হত না ।
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
233172
জীবন রাহমান লিখেছেন : স্বাধীনতার বিরোধীতা করা কোন অন্যায় নয়, স্কটলেন্ডবাসী তা বুঝিয়ে দিয়েছে
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
233180
হতভাগা লিখেছেন : এখনও সেই দাসসুলভ মানসিকতা নিয়েই আছেন ? আপনার জন্য বাংলাদেশ নয় । পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতিতে যদি ভয় লাগে তাহলে স্কটল্যান্ডেই চলে যান।
281100
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
অনেক পথ বাকি লিখেছেন : যারা বাকী থালো ওরা দুনিয়াকে তুচ্ছ করে আল্লাহর সন্তুস্টির জন্য কাতার বেঁধে লড়াই করে, শহীদ হয় কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনা। দুনিয়ার সকল শক্তি যখন ওদের বিরুদ্ধে দাঁড়ায় তখনই বুঝতে হবে হক্ক কারা।

ভালো লাগলো কথাগুলো
281103
০৪ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য বলাই সবার কাছে অপরাধ!!!
281119
০৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪০
মোস্তফা সোহলে লিখেছেন : শাহাবাগীরা আর মানুষ হইল না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File