বাঁশেরকেল্লা একটি ব্লগ! হাসমু না কাঁধমু মাথায় ধরেনা।

লিখেছেন লিখেছেন মোঃ আবদুর রহিম ১০ এপ্রিল, ২০১৩, ০৫:০৭:০৯ বিকাল

বাঁশেরকেল্লা ও নূরানী চাপাসমগ্র ব্লগ দুটি বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনকে সুপারিশ করা হয়েছে। ধর্ম অবমাননাকারীদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে গঠিত বিশেষ কমিটি আজ বুধবার এ সুপারিশ করে।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমিটির বৈঠক হয়। কমিটির প্রধান মাইনুদ্দিন খন্দকার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।

source: Prothom Alo

বাঁশেরকেল্লা একটি ব্লগ! হাসমু না কাঁধমু মাথায় ধরেনা।

ধর্ম অবমাননাকারীদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে গঠিত বিশেষ কমিটি প্রধান যখন ব্লগ সমন্ধে সঠিক জ্ঞান রাখেননা, তখন তাদের কাছ থেকে পকৃত ফলাফল আশা করা নেহায়েত বোকামি। যা হবে তা রাজনৈতিক সুবিদার জন্য। এই সরকারের কাছে ইসলামের অবমাননাকারীদের শাস্তির আশা না করে ভিন্ন চিন্তা করুন।

বিষয়: বিবিধ

১৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File