হিজাব পালন করা আর নারীপুরুষে বাচবিচারহীন মেলামেশা না করা মানে মধ্যযুগীয় ধ্যান ধারনা নয় ...(ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১০ এপ্রিল, ২০১৩, ০৪:৫৮:৫১ বিকাল

দেখুন , হিজাব নারীর শালীন সৌন্দর্য চর্চায় বাধা দেয় না।

হিজাব যৌক্তিক আন্দোলনে বাধা হয়ে উঠেনা।





হিজাব নারীর নোবেল প্রাইজ অর্জনে বাধা হয়ে উঠেনি।



তাওয়াক্কেল কামরান। নোবেল প্রাইজ প্রাপ্ত মুসলিম নারী।

তুরস্কের পার্লামেন্ট মেম্বার হওয়ার পথে মারভি কাবাকসিকে হিজাব অন্তরায় সৃস্টি করেনি।



প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা হয়েছেন এক হিজাব পরিহিতা নারী ডালিয়া মগাহেড।



তুরস্কের আবদুল্লাহ গুল ও তার প্রিয়তমা সহধর্মিনী। আবদুল্লাহ গুলের স্ত্রী হিজাব পড়েই ফার্স্ট লেডি হয়েছেন।



মালয়েশিয়ার কিংবদন্তি নেতা ডাঃ মাহাথিরের পাশে হিজাব পড়ে দাড়িয়ে আছে তারই সহধর্মিনী।



ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষিকা হওয়ার পথে হিজাব খুবই সহায়ক।



ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধনের সময় ইসলামী ব্যাংকের এক নারী এমপ্লয়ী।

ব্রাক ব্যাংকের কার্যক্রমে এক হিজাবী বোন।



মুসলিম বলে ভূল করবেননা। ওরা খ্রিস্টান হিজাবী নান। যারা হিজাব পড়লে বিতর্ক হয়না।



অর্থোডক্স ইহুদী, ক্যাথলিক খ্রিস্টান , অর্থোডক্স খ্রিস্টান ধর্মেও হিজাব সিস্টেম আছে।

হিজাব হল এমন এক পদ্ধতি

১."যা সুন্দরকে পাওয়ার চেষ্টায় অসুন্দর হতে বাধা দেয়"।

২.আদিম যুগীয় বর্বরতা থেকে নারীদের রক্ষা করে।

৩. পরিবার প্রথাকে স্থিতিশীল করে ও নারী নিযার্তন কমায়।

৪. বহুগামীতা থেকে পুরুষকে নিরুৎসাহিত করে ,নারীকে সিকিউরড করে ও নারীকে অনেক আত্বমযার্দাশীল করে।

বিষয়: বিবিধ

৪৭৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File