"সারা ভুবনময় তোমার আমার বেঁচে থাকা যার করুনায় হয়"
লিখেছেন লিখেছেন নতুন মস ০২ এপ্রিল, ২০১৩, ০৫:৪৫:২৪ সকাল
কিচির মিচির পাখির ডাকে
ঘুম ভেঙ্গে গেল,
পাখি
এত ভোরে কার গুণগান কন্ঠে তুমি রাখ
তুমি কি আল্লাহ আল্লাহ ডাক।
সুবহে সাদেকের হালকা আলোয়
মৃদ বাতাস বয়,
জান্নাতি হাওয়া বইছে
চারিধারা
তৃপ্তি তৃপ্তি ছোয়ায়,
ফজরের সিজদাহ
এস আল্লাহকে স্বরণ করি।
একদিন সব রবে
শুধু তুমি রবে না
চল সত্যে পথ ধরি।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন