কচি সবুজে ঢাকা বসন্ত
লিখেছেন লিখেছেন নতুন মস ২৫ মার্চ, ২০১৩, ০৩:৫২:৫৫ দুপুর
বসন্ত
তোমার প্রান্তর
কচি সবুজে ঢাকা ।
তোমার প্রান্তর
লাল পাপড়িতে বিছানো
গাছে পাতাহীন
থোকায় থোকায় কৃষ্ণচূড়ার
সজ্জায় ফুলে ফুলে সাজানো শাখা।
বসন্ত
তোমার ছোয়ায়
কোকিল গান গায়।
তোমার ছোয়ায়
গ্রাম্য কিশোরী
উদাস নয়নে তাকায়।
বনে বনে
সবুজের বেসে
এলে
হে বসন্ত পুনরায়।
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন