বৃষ্টিবেলা অনমনা
লিখেছেন লিখেছেন নতুন মস ২৩ মার্চ, ২০১৩, ০১:১৫:৪৪ রাত
টিনের চাল
বৃষ্টির টুপ টাপ শব্দ
হালকা হিমেল হাওয়া
অন মনা
সেই শৈশবে
ছুটে চলা....
বইয়ের পাতা
উল্টাতে উল্টাতে
তিক্ত জীবন বোধে
পা দেওয়া শুভ সূচনা।
গ্রাম্য মাটির ঘ্রাণ
বৃষ্টির ঝাপটা ছোয়া
হারিয়ে গেছে অতীতের পাতা স্মৃতির অতল সাগরের ঢেউয়ে।
ইট কাঠ পাথরে
দিন দিন পাথর
হয়ে যাওয়া
তিক্ত বিষণ্নতা
মর্মান্তিক অভিঞ্জতা।
আর বিরক্তকর
চার দেওয়ালে দম বন্ধ
ফ্যানের পাখার
বন বন ঘোরা।
স্থির ঘড়ির কাটার দিকে তাকিয়ে থাকা।
সেকেন্ড মিনিট ঘন্টার কাটা পার হয়
পার হয় রাত
পার হয় দিন
পার সপ্তাহ মাস
বছরও চলে যায়...
থেমে থাকে জীবন
ঠিক যেন
ঐ দিনের মতন
যেদিন রোবট ঘেরা
এই শহরে পা দেওয়া।
সব মানুষগুলো মাংস হাড়ে তৈরি নিয়মের যন্ত্র
আনন্দ দুঃখবোধ শূণ্য
ঘোর নামক মায়া জালে গড়া
অনেক কষ্টেও যাদের
চোখ দিয়ে পানি ঝরে না...
অল্প আবেগে হাসির ফোয়ারা...
তিলে তিলে নিজেকে গড়া..,
মেকি মেকি জীবন ধারা।
বৃষ্টি আজও পড়ে
হিমেল হাওয়াও বয়
কিন্তু আবেগ অন্ধ হয়ে
অনুভূতিগুলো মরে গিয়ে
ঘরের কোনে ঘুমায়।
রাতঃ১.০৫
বিষয়: বিবিধ
৮০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন