স্মৃতিতে বন্ধী তুমি

লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ মার্চ, ২০১৩, ০২:২৫:০০ রাত

আমার বর্শি দিয়ে মাছ ধরার সঙ্গী বরাবরই দাদী ছিলেন।

দাদী অসুস্থ হয়ে হসপিটালে থাকতেন ঐ স্মৃতিগুলো আবেগময় ছিল।

চাচা আব্বু আর ফুপুদের মত কাউকে এত মা বাবাকে ভালবাসতে দেখিনি।

হসপিটালের বেডে দাদী শুয়ে আছেন

কাপড় বিছিয়ে চাচা মেঝেতে থাকতেন।

ত একবার কয়েকদিন ধরে দাদী ঠিকভাবে তরল খাদ্য ছাড়া কিছু খেতে পারছিলেন না।

আমরা কয়েকজন বসে খিচুড়ী খাচ্ছি।চাচা দাদীকে এক লোকমা খাবার মুখে তুলে দিলেন

দাতহীন ফোকলা মাড়ি দিয়ে নেড়ে নেড়ে সবটুকু ভাত খেয়ে ফেললেন।

চাচার সেকি খুশি।

আমার দাদী যখন খেতে চাইতেন না তখন

শক্ত করে মুখ বন্ধ

যদিও খাবার মুখে দিতেন তা আর গিলতেন না।তখন চাচা দাদীকে এত আবেগ দিয়ে ডেকে ডেকে বলতেন

"খাও মা"

দেখ দেখ আমার মা খায়।

প্রতিবার যখন দাদীকে নিচ তলা থেকে চার তলায় কোন এক্সে করার জন্য নেওয়ার প্রয়োজন হত তখন চাচা আড় কোল করে চার তলায় নিতেন

দাদী যদি ভয়ে বলে উঠতেন

"বাবা পড়ি যাম

বাবা পড়ি যাম"

চাচা অভয় দিতেন

"আমি থাকতে আপনি মা ভয় পাচ্ছেন"

মা সন্তানের ভালবাসাটা অনেক গভীরের।

সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার কোটি পতি হতে পারে

দামী দামী খাবার দামী দামী কাপড় সবদিতে পারে

কিন্তু দরদ মাখা ভালবাসা আর যন্ত

সব সন্তানরা বাবা মাকে করতে পারেনা।

বিষয়: বিবিধ

৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File