"বর্ষা ভেজা সন্ধ্যা"
লিখেছেন লিখেছেন নতুন মস ১৫ জুন, ২০১৪, ১১:১২:২৭ রাত
অবিরাম বর্ষণ
প্রচন্ড বাতাস
কেন ঝড় বহে...
তীব্র ধাক্কায় দুলন্ত দুয়ার
বার বার বাড়ী খায়
কি যে শব্দ?
অঝোরে আকাশ
কেঁদে কেটে ভিজে একাকার
ঐ ওখানে
গাছেরা নিশ্চুপ
পানির ফোঁটাদের সাথে নিরব সন্ধি করে
নেই দ্বন্দ,
হতাশা হারিয়ে যায়
সেই সে দূরে।
প্রচন্ড জ্বর
কাঁপাকাঁপা কন্ঠ
ঝাপসা চোখের
ঘোলাটে মেঘেও
টুপ টাপ জল পড়ে গড়িয়ে
তবুও মন্দ কোথায়
ভিজেছে বৃষ্টিতে
অজস্র মন
সব কিছু ভেঙ্গে যাক
ঝড়ের তান্ডবে
ভেঙ্গে পড়ুক সকল অহংকার
ধুয়ে মুছে নিঃশেষ হোক যত শত পাপ ।
নাটকের শেষ দৃশ্যে
যেন
একটা সবুজ গ্রাম আঁকা যায়
খেয়াল রেখ...
অগনিত বৃষ্টির ফোঁটায়
জেগে ওঠে মাটি ভেদে করে
অজস্র সবুজ প্রাণ
এই ত এবার
আঁকব সবুজ গ্রাম।
বিষয়: সাহিত্য
১০৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন