....তুই কি প্রশান্তির নীল আকাশ

লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ জুন, ২০১৪, ০৮:৫৯:২৮ রাত

তুই কি

নীল আকাশের উড়ন্ত মেঘ?

পাখিদের গল্প এখানে থেমে নেই

চারিদিকে আজানের সুর

গোধূলীর আঁকা ছবি।

তুই দেখেছিস

উচু উচু দালানের

অজস্র জানালায়

নাম না জানা

কত মূখ

খেয়াল বেখালে মেঘেদের পাণে তাকিয়ে থাকে ।

আচ্ছা

তুই কোন সীমানায় গিয়ে শেষ হয়েছিস বলত ।

সবুজ বৃক্ষদের ডালে ডালে পাখিদের আবাস

ভূমিটা কি

খুব ঠুংক মনে হয় তোর কাছে

কত ঝড় বাদল শীতের প্রকটেও ঐ ত

জীবন চলছে ওদের

ভালই

আচ্ছা বলতে পারিস তুই

আকাশের নীলের উপর রংধনু উঠে না

কেন ?

তুই দেখেছিস

কাল মেঘের মাঝেই রংধুন রং ছড়িয়ে বসে ।

সন্ধ্যার আকাশ

মায়াময়ী বিষণ্নতা ঘোর

কোথাও কালো মেঘ কোথাও বা সাদা

তবুও তুই নীল মেঘেদের দেশে কেন?

যাক অজস্র পাখিরা গান গেয়ে ঘরে ফেরছে

তুই থাক মেঘেদের দেশে।

কখনই খুঁজবেনা কেউ তোরে।

প্রশান্তির শুভ্র সাদায় ঢেকে থাক আজীবন

তুই নীল আকাশেই।

#নতুনমস

লেখায় রহস্য নাই?

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230655
০৪ জুন ২০১৪ রাত ০৯:১২
বইয়ের পাতায় রোদের আলো লিখেছেন : "নেই, তবু যা 'আছে'র মতো দেখায়,
আমরা তাকে আকাশ বলে ডাকি।"

আমার প্রিয় দুইটা লাইন। নির্মলেন্দু গুনের। আপনার কবিতা পড়ে হঠাৎ মনে পড়লো! Happy

সুন্দর লিখেছেন আপু। Happy
০৪ জুন ২০১৪ রাত ০৯:৩৬
177390
নতুন মস লিখেছেন : শুকরিয়া বই এর পাতা আপুনি ।
অনেক দিন নিরব ।
কেন?
আপনার লেখা একটা কবিতা পড়তে মন চাচ্ছে কেন জানি ।
230658
০৪ জুন ২০১৪ রাত ০৯:২২
ছিঁচকে চোর লিখেছেন : অসাম ভাই অসাম হয়েছে,,, অনেক অনেক ধন্যবাদ
০৪ জুন ২০১৪ রাত ০৯:৩৮
177393
নতুন মস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।নাম এবং প্রোফাইল পিক অসাধারণ সাইকোলজি
230691
০৪ জুন ২০১৪ রাত ১১:০১
সন্ধাতারা লিখেছেন : সুন্দর একটি কবিতার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৬ জুন ২০১৪ রাত ০৯:৩৩
178282
নতুন মস লিখেছেন : সন্ধ্যাতারা আলোটা চমত্‍কার ।আপনাকেও ধন্যবাদ ।জাযাকাল্লাহ খাইর
230692
০৪ জুন ২০১৪ রাত ১১:০১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন লিখেছেন ভাই, শুভ কামনা রইলো...
০৬ জুন ২০১৪ রাত ০৯:৩৪
178285
নতুন মস লিখেছেন : জাযাকাল্লাহ খাইর ।অসংখ্য ধন্যবাদ চমত্‍কার মন্তব্যের জন্য ।
230714
০৪ জুন ২০১৪ রাত ১১:২৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তুই থাক মেঘেদের দেশে।
কখনই খুঁজবেনা কেউ তোরে।
প্রশান্তির শুভ্র সাদায় ঢেকে থাক আজীবন
তুই নীল আকাশেই।

অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার লিখেছেন।
০৬ জুন ২০১৪ রাত ০৯:৩৬
178287
নতুন মস লিখেছেন : আপনার অপূর্ব অনুভূতি ব্যক্ত করার জন্য শুকরিয়া ।
230766
০৫ জুন ২০১৪ রাত ০৪:৩৯
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।
০৬ জুন ২০১৪ রাত ০৯:৩৮
178290
নতুন মস লিখেছেন : আপনি প্যারিস থেকে চমত্‍কার বলেছেন ।জাযাকাল্লাহ খাইর ।একটা তথ্য জানতে ইচ্ছে করছে বাংলাদেশের আকাশ আর প্যারিসের আকাশ একই রকম:-)।
230781
০৫ জুন ২০১৪ সকাল ০৭:৪৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর হয়েছে Rose
০৬ জুন ২০১৪ রাত ০৯:৩৯
178296
নতুন মস লিখেছেন : জাযাকাল্লাহ খাইর আপুনি ।আমার জন্য দোয়া করবেন ।
231497
০৬ জুন ২০১৪ রাত ০৯:৪০
নতুন মস লিখেছেন : আলহামদুলিল্লাহ সবার মন্তব্যের জবাব দিতে পেরেছি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File