ফুটবল বিশ্বকাপ....

লিখেছেন লিখেছেন নতুন মস ০৩ জুন, ২০১৪, ০৫:৩৬:৪৭ বিকাল

খেলা হচ্ছে আমার কাছে অন্য রকম আকর্ষণীয় একটা পার্ট ।বড় ভাইয়াদের সাথে বাড়ির আঙ্গিনায় ক্রিকেট ফুটবল এছাড়া গ্রামে অধিকাংশ বাড়ির ছেলে মেয়েরা সবাই মিলে দাড়িয়াবান্দা, গোল্লাছুট প্রায় গ্রাম বাংলার অধিকাংশ খেলায় অংশগ্রহণ করায় ছিল আমার প্রধান কর্ম । এখনও কার মোবাইল হাতে পেলে অবশ্যই অনুমতি সাপেক্ষে গেমে টুক করে ডুকে পড়ি । ফুটবলের প্রতি তীব্র নেশা কোন আমলেই তেমন নেই যতটা না ক্রিকেটের প্রতি ।বুঝি না ফুটবল খেলাটা তেমন।মানুষের সাইকোলজি অতিমাত্রায় সহজ এবং বোধগম্য।ধরাযাক ছোটবেলা থেকে আব্বু দাদাকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহী দেখতাম।শুনেছি দাদা ফুটবল খেলতে পারতেন এতটুকু ।টেলিভিশন না থাকলেও কোন এক সময় বিশ্বকাপ ক্রিকেট রেডিওতে শুনেছিলাম আমরা।তারপর এই ত এখনও বাংলাদেশ দল যদি জেতে তখন আব্বুর নাম্বারে ডায়েল করি তারপর প্রফুল্লভাবে বলি আব্বু খুশি হন। মুলত মানুষের বয়স হয়ে গেলেও কচি একটা অন্তর সবসময় থাকে অথবা কচি একটা অন্তর রাখার তীব্র বাসনা থাকে।যখন ঈদ উপলক্ষে এই ত সেদিন দাদা দাদীমা থাকতে আমাদের বাড়িতে সবাই একত্রিত হত । ঐ সময় আব্বু ব্যাটমিন্টন খেলত ফুপাজি ভাইয়াদের সঙ্গে ।ধীরে ধীরে কেমন যেন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে বন্ধনগুলো ।দাদা দাদীমা চলে যাবার পর থেকে ।বাস্তবতা আব্বুকে কেমন করে আঁকড়ে রেখেছে ।এত পরিশ্রম করেন কিন্তু বই এর মধ্যে বিনোদন অবসর কাটান ।আব্বু হয়ত পূর্বের মত সবাই একত্রিত হলে খেলতেন আবার হাসি আনন্দে বাড়িটা জ্বলজ্বল করত ।

আজও কি যে স্বপ্ন দেখি আমি...

ঐ মাটির বাড়িতে গোটা যৌথ পরিবার সবাই ঈদে দল বেঁধে যাচ্ছে ।আব্বু ব্যস্ত হয়ে বাজারে যাচ্ছেন কারণ আব্বু মেহমানদারী করতে খুব পছন্দ করেন ।

অতঃপর সকালে চালের রুটি বানাতে বসা ।আব্বুকে সেমায়ের জর্দা আর লাচ্ছি রান্না করতে সাহায্য করা । নামায পড়ে এসে কিছুটা বিশ্রাম নিয়ে আব্বুকে টেনে নিয়ে গিয়ে খেলায় মনোনিবেশ করানো ।অজস্র চমত্‍কার স্বপ্ন ।দিন দিন জীবন হয়ে পড়ছে রোবটিক ।

আহ ভাবি,"আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে....

তবে কবে জানি না ।

ধুরও...

আমি লিখছিলাম ফুটবল বিশ্বকাপ নিয়ে ।হ্যা আসলে ভাইয়ারা মেসি মেসি চিত্‍কার করত ।

তাই মগজে সেভ হয়ে আছে যদিও নেশা নাই খেলা দেখার প্রতি খুব বেশি । ফুটবল খেলা দেখার ক্ষেত্রেঃ

প্রান্টি... গোল দেওয়ার মুহুর্ত্ব আর একজন আরেকজনকে ইচ্ছা মত লার্থি মেরে ফেলে দেওয়ার পর লাল আর হলুদ কার্ড দেবার দৃশ্য দেখতে মজা বেশিই লাগে।

এতটুকুই ফুটবল বিশ্বকাপের ভিতর আনন্দ আর কিছু নাই।

তবে বাসার ছাদ থেকে আসে পাশের ছাদ জুড়ে কেবলই বড় বড় ব্রাজিলের পতাকা চোখে পড়ছে ।একটা ছাদে দেখলাম উপরে বাংলাদেশ আর নিচে আর্জেন্টিনার পতাকা কিন্তু সাইজ ছোট ।হয়ত খেলা তেমন একটা দেখা হবে না যদিও শয়তানের বক্স বাসায় ঢুকেছে কিন্তু তবুও বিশ্বকাপ ফুটবলকে স্বাগতম ।

#নতুনমস

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230210
০৩ জুন ২০১৪ রাত ০৯:১৯
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো খেলা দেখার প্রতি আপনার আকর্ষণ...Happy Good Luck
০৬ জুন ২০১৪ রাত ০৯:৫০
178305
নতুন মস লিখেছেন : অনেক কমেছে ।আলহামদুলিল্লাহ বাস্তবতা মানতে আমার ভালই লাগে ।
230373
০৪ জুন ২০১৪ সকাল ১০:৪৪
নূর আল আমিন লিখেছেন : ছি কুত কুত কুত বৌ ছিইইই
০৬ জুন ২০১৪ রাত ০৯:৫১
178306
নতুন মস লিখেছেন : এসব খেলা এখন ত বাচ্চারা জানেই না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File