'সুপ্ত বাতাস... খোঁজে সত্যের সন্ধান'
লিখেছেন লিখেছেন নতুন মস ২৩ মার্চ, ২০১৪, ০৯:৩৩:১৫ সকাল
ঝড় শেষে
সূর্য হেসে হেসে
রোদ ছড়িয়ে
সবুজ কচিরা বসন্তের
কথা অনমনে বলে
গাছে গাছে
জেগে ওঠে প্রাণ
সরল প্রকৃতির সজীবতা।
ঐ ডানা মেলা পাখিরা
নীল সাগরে উড়ে উড়ে
স্বাধীনতার কথা বলে রোজ রোজ
ভালবাসার মেঘভেলায় চড়ে
পৃথিবীতে ছড়িয়ে পড়ে
সুপ্ত বাতাস...
খোঁজে হয়ত
জ্ঞানের আলো
হারিয়ে যেতে চায়
সত্যের সন্ধানে
অথবা
মানুষের দাসত্ব বরণ করে
নিরবে
মূর্খ বোকা আমিত্বের ঘোরে।
স্বাধীনতা মানে গল্প কবিতা
কথা নয়
স্বাধীনতা মানে হচ্ছে মানুষ হওয়া
দুনিয়াতে আমিত্বের দাসত্ব
ছেড়ে
সৃষ্টির সেরা জীব হওয়ার প্রতিজ্ঞা।
#নতুন_মস
সূর্যবাড়ি
(কিছু লিখলে যদি আব্বুকে বলি তখন দেখা গেল নেগেটিভ ব্যাপারটা পজেটিভে রূপান্তরিত হল।আজ
#শিলাকে বলছিলাম দু একটা শব্দকে দিয়ে দিল।
আলহামদুলিল্লাহ)
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন