এ জীবনের গল্পের ইতিবৃন্ত আঁকি রহস্যের ছায়াতে...
লিখেছেন লিখেছেন নতুন মস ০৩ মার্চ, ২০১৪, ০৮:১২:৩৯ সকাল
তুমি,আমি, আমাদের অনন্ত কালের
দুনিয়াবী জীবন
ফুরিয়ে যাচ্ছে
অজান্তে
অদৃশ্যের ঘোরে
অজস্র সেকেন্ডের লেনদেন শেষে
বাকীর খাতায় ভরপুর গোনাহের বোঝা
কাধ বয়ে নিচে চলে...
তবুও হল না
ফিরে দেখা
অতীত কবে
ফিরে আসে কার
বলত...
বোঝার ভার
ক্লান্ত দেহ
হেটে চলে
এক জমিনে অজস্র কাফেলাদের মাঝে,
এক পথিক সকলে...
মানুষ শুধুই
এক আত্নার বোঝা...
প্রভাতের আলো
যখন বদ্ধ দেয়ালের
এক ফোকর দিয়ে
টুপ করে ঢুকে
আলো...
এই আলোই
গোধূলীর শেষ প্রহরে
হারিয়ে যায়
শেষের দেশে...
সন্ধ্যা,রাত,
আধার কাল বেশে।
এই যে,
আলো আধারের খেলার মাঝে
বেলা ফুরিয়ে
হাহাকারের করুণ ক্রোন্দন শেষে,
শুরু হয়...
লাশ দাফনের আয়োজন...
তুমি,আমি,আমাদের লাশ কেউ রাখে না
পঁচনের ভয়ে...
বোবা দেহের কাজ ফুরিয়ে যায় বেলা শেষে
বোবা হয়ে ফিরে আসার মতন করে
বড়ই অসহায়।
এ জীবনের গল্পের ইতিবৃন্ত
আঁকি রহস্যের ছায়াতে...
এ ত অন্য জগত
জানা রং এর
অজানায় পথ।
#নতুন_মস
সূর্যবাড়ি
(হঠাত্ ফজরের পর পর নকশা একে
বাসে দাড়িয়ে দাড়িয়ে চিত্র আঁকলাম।)
বিষয়: বিবিধ
৯৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভ কামনা রইলো আপু!
মন্তব্য করতে লগইন করুন