"১বছর ১মাস ১১দিন" অভিমানী কাব্য
লিখেছেন লিখেছেন নতুন মস ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৬:২৮ রাত
কিচির মিচির পাখিরা ডাকে
কান পেতে শুনো
এ নিরালায়
ওরা আপন মনে
ভাবহীন
নানান ঢং এর
সুর তোলে...
প্রাণবন্ত
হাসি হাসে
ছোট্ট শিশুরা
শত ব্যাথা ভুলে
মেঘে মেঘে
সাদা নীল
খেলা করে
আকাশ জুড়ে
ঘুড়িরাও থাকে
সুতোর নাটাই হাতে
ঘুরে ফিরি
এ শহরেতে।
সন্ধ্যা শেষে
সূর্যটাকে মরতে দেখে
আপন মনে
নাটাই টেনে ধরি
ঘুড়িটাকে
শক্ত হাতে
ছুটছি ঘরে।
#নতুন_মস
সূর্যবাড়ি
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কোন লেখায় শেষ করতে পারছি না।
চিরতরে বিদায় জানাতে হবে মনে হচ্ছে।
আচ্ছা আপনি সময় পেলে একটা লিখবেন।ঠিক আছে।
মন্তব্য করতে লগইন করুন