'নারী'
লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৫:২৪ রাত
কে যেন বলেছিল?
তুমি যেন কি বলেছিলে?
ঐ যে আকাশের চূড়ায়
তরল মেঘেরা
হাটছে
রং ছড়িয়ে ছিটিয়ে
কখনও ধূসর নীল,
ধূসর লাল,
হয়তবা শুভ্র সাদা
মিলে মিশে এক হয়ে
তারা উড়ছে
সৃষ্টিকর্তার স্বরণেই
কখনও কখনও
কার কার হৃদয়েও
তরল রং বেরঙ্গের
মেঘেরা উড়াউড়ি করে
ছড়িয়ে দেয় রং
ও হ্যা
কি বলেছিল তাই ত বলিনি?
খুব দ্বিধার সুরে প্রশ্ন করেছিলাম,
বলেছিলাম.
আচ্ছা পৃথিবীটার কতটা অংশ আমার...
একান্তভাবে।
আমার প্রশ্ন শুনে
অবাক বিবেক তাকিয়ে উল্টো প্রশ্ন করে?
বলত এই সমগ্র পৃথিবী এত এত নিয়ামত কার কল্যাণের জন্য সৃষ্টি।
বোকার মত আমিও বলি কেন মানুষের জন্য।
বিবেক হেসে বলে তাহলে তুমি কে?
আমি বুদ্ধি খাটিয়ে বলি
কেন আমি ত একজন নারী?
আমার কথা শুনে বলেই বসে তাই ত
তুমি নারী!!!
কখন পণ্য,
রূপের বিক্রেতা!
কখন প্রেয়সী,
ভোগের বস্তু!
কখন দাসী,
জুলুমের শিকারিনী!
কখনবা নারী,
হিংস্র রূপে অত্যাচারিনী!
ঠিক বলছ কি
তুমি নারী
গল্প উপন্যাসের
রসের বস্তু।
মোটেও না
এমনটা কেন ভাবিনি?
এমন রূপ লাবন্যবয়ী নারী ত কখনই নই
আমি।
সাধারণ মানুষ।
বিবেক বলে মানুষ সৃষ্টির সেরা জীব
তুমিও তাই মানুষ।
ঠিক
আমি মুসলমান।
#নতুন_মস
সূর্যবাড়ি
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
তুমিও তাই মানুষ।
ঠিক
আমি মুসলমান।
ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন