ভোরের কুয়াশা

লিখেছেন লিখেছেন নতুন মস ২৩ জানুয়ারি, ২০১৪, ১০:৩২:৫৬ সকাল

কুয়াশা ঢাকা

আমাদের নগরীতে

লালে লাল

ভেজা ভেজা

রাস্তার প্রান্তর।

শুকনো পাতারা

মাটিতে পড়ে রয়

অবহেলায়

হেটে চলা

ঐ সে মেঠো পথ

ধরে...

দুর দিগন্তের দিকে

ঐ রাস্তার

যানবাহনের বেসুরা সুর

কানে বাজে...

তবু নাই

কোন ভাব

মন খারাপ।

গুড়ি গুড়ি শিশিরের

শীতকাল

হাত পা কাঁপানো

হিমে হাল।

দালানের ছায়ারা

মেঘে আঁকা

ক্লান্ত সূর্য দিল ঢাকা।

শিশিরের ভেজা ভোর

কচি ঘাস,

ফোটা জল

ভোরের বাতাসে

তবুও কেন

বিশুদ্ধ রক্তের সুবাস।

চমত্‍কার প্রকৃতিতে

উদাস নয়ন

হেটে হেটে

পথ চলা

তবুও

ভয়হীন প্রশান্ত মন।

#নতুন_মস

০৩/০১/২০১৩

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166199
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০২
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
120925
নতুন মস লিখেছেন : আসসালামুআলাইকুম
ধন্যবাদ।
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০৮
121092
আলোকিত ভোর লিখেছেন : ওয়া আলাইকুম আসসালামHappy
166204
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২১
ইক্লিপ্স লিখেছেন : চমৎকার হয়েছে। Angel Angel Angel Angel
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৭
120926
নতুন মস লিখেছেন : আসসালামুআলাইকুম
থ্যাংকুও
আত্নাকে ভাল রাখুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File