"ছন্দ_হারানো আলো ছায়া"
লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ জানুয়ারি, ২০১৪, ০১:৫০:০৭ রাত
প্রকৃতির ঢেউ
ক্লান্তি কেড়ে নেয়।
খোলা আকাশ
ঠিক পিলারের
উপর
চুপচাপ বসে পড়া।
ফাঁকা জনশূন্য নিরব চারপাশ...
আকাশটা তারায় তারায় ভরা ঠিক যেন
ধুসরসমুদ্র।
ঠিক এক কোণে জ্বলন্ত প্রদ্বীপের মত জ্বল জ্বল
এক খন্ড অর্ধচাঁদ...
কুয়াশায় কুয়াশায়
মৃদু মৃদু বাতাসের মাঝে
আবছা আলো ছায়া
আভা ছড়াচ্ছে।
ঠিক এই মুহূর্ত্বে
রং বেরঙ্গের দুনিয়ার মায়া ছেড়ে।
সৌভাগ্যবানরা চলে যাচ্ছে
ওপারে...
সবাইকে ছেড়ে নিশ্চুপে
একদম একা।
#নতুনমস
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওপারে...
সবাইকে ছেড়ে নিশ্চুপে
একদম একা।
ভীষণ ভালো লাগলো আপু
মন্তব্য করতে লগইন করুন