ভোরের আগমন

লিখেছেন লিখেছেন নতুন মস ০৫ জানুয়ারি, ২০১৪, ০৭:১০:২১ সন্ধ্যা

ছোট্ট ছোট্ট বাক্য

একটা গল্প

কিছু অদৃশ্য বাক্যের

মাঝে

লুকিয়ে থাকা

শব্দ

একঝাঁক

সাদা পায়রার

উড়ন্ত পাখার

শূণ্যে ভ্রমণ।

জীবন মরুভূমির

বালুময় ঝড়

পেরিয়ে

কঠিন মরিচিকা

দেখে দেখে

দীর্ঘ সফর

ধ্রুবতারার মিট মিট আলো

চারিদিক গভীর অন্ধকার

ঘনকালো

অগ্রসর

একদল কাফেলার

নিরাপদ গন্তব্যের

নেশায় ভ্রমণ

শেষ রাতের দিকে

প্রস্ফুটিত ভোরের আগমন।

#নতুনমস

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159325
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২০
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো!
এই কালো
রাতের
শেষ চাই!
Day Dreaming
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৯
114100
নতুন মস লিখেছেন : কালো রাতের শেষ এত সহজে হবে না।
বরং কালো রাতের ভিতর অজস্র জোনাকি জ্বলানো লাগবে।
যারা দলবদ্ধ হয়ে রাতের আধারে আলো জ্বালাবে।
শুকরিয়া ভিশু ভাই
159338
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩১
114101
নতুন মস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ।জগাখেচুরী লেখাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্যটি প্রকাশ করার জন্য।
159341
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : ভালো লাগলো ++++++++
159396
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৬
ধ্রুব নীল লিখেছেন : ভোর একদিন আসবেই ইন্শাল্লাহ
Praying
ব্লগে বেশ কদিন পর মনে হয় আসলেন
159605
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : নতুন ভোরের প্রতীক্ষায় Praying
159627
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৫
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : কালো রাতের ভিতর অজস্র জোনাকি জ্বলানো লাগবে।যারা দলবদ্ধ হয়ে রাতের আধারে আলো জ্বালাবে। চমৎকার। Thumbs Up
159696
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৫
নতুন মস লিখেছেন : #আলোর কাছে বাঁধা আমি ভাই
আপনার চমত্‍কার মন্তব্যের জন্য ধন্যবাদ।
#ধ্রুব নীল ভাই
পাঠক হিসেবে ছিলাম ত।
#ফাতিমা আপুর আগমন শুভেচ্ছায় স্বাগতম।
#প্রিয়ন্তি আপু আমি ভাবছি লেখার মধ্যে জোনাকি ঢুকায় দিব থেমে জ্বলবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File