ভোরের আগমন
লিখেছেন লিখেছেন নতুন মস ০৫ জানুয়ারি, ২০১৪, ০৭:১০:২১ সন্ধ্যা
ছোট্ট ছোট্ট বাক্য
একটা গল্প
কিছু অদৃশ্য বাক্যের
মাঝে
লুকিয়ে থাকা
শব্দ
একঝাঁক
সাদা পায়রার
উড়ন্ত পাখার
শূণ্যে ভ্রমণ।
জীবন মরুভূমির
বালুময় ঝড়
পেরিয়ে
কঠিন মরিচিকা
দেখে দেখে
দীর্ঘ সফর
ধ্রুবতারার মিট মিট আলো
চারিদিক গভীর অন্ধকার
ঘনকালো
অগ্রসর
একদল কাফেলার
নিরাপদ গন্তব্যের
নেশায় ভ্রমণ
শেষ রাতের দিকে
প্রস্ফুটিত ভোরের আগমন।
#নতুনমস
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কালো
রাতের
শেষ চাই!
বরং কালো রাতের ভিতর অজস্র জোনাকি জ্বলানো লাগবে।
যারা দলবদ্ধ হয়ে রাতের আধারে আলো জ্বালাবে।
শুকরিয়া ভিশু ভাই
ব্লগে বেশ কদিন পর মনে হয় আসলেন
আপনার চমত্কার মন্তব্যের জন্য ধন্যবাদ।
#ধ্রুব নীল ভাই
পাঠক হিসেবে ছিলাম ত।
#ফাতিমা আপুর আগমন শুভেচ্ছায় স্বাগতম।
#প্রিয়ন্তি আপু আমি ভাবছি লেখার মধ্যে জোনাকি ঢুকায় দিব থেমে জ্বলবে।
মন্তব্য করতে লগইন করুন