ঈমানের ঘুড়ি আকাশে উড়ে
লিখেছেন লিখেছেন নতুন মস ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১০:০০ রাত
পৃথিবী বিচিত্র
সব রঙ্গে গঠিত।
ধোয়াটে সাদা,
শীতকাল
কুয়াশা ঢাকা
কাঁপা কাঁপা ঠান্ডা।
ধূসল কাল,
বর্ষাকাল
মেঘলা মেঘলা আকাশ
ফাঁকা রাস্তা
ঝির ঝির বৃষ্টি।
হালকা নীল,
শরত্কাল
হাওয়ায় দোলা কাঁশফুল
বিশাল আকাশ।
কচি সবুজ,
বসন্তকাল
ঝরা পাতা নতুন জাগরণ
সবুজ পাতাদের আগমন
লাল কৃঞ্চচূড়ার হাসি।
এরি মাঝে
পুবালি হাওয়া বইবে,
বাইরে ঝড় আঘাত হানবে,
শান্ত শহরের রাস্তা
উত্তাল মিছিলে জেগে ওঠবে।
প্রশান্ত কিছু হৃদয়
একটায় স্বপ্ন
সকল হৃদয়ে দেখবে,
আকাশে উড়ছে
কালিমার পতাকা।
লাল নীল সাদা সবুজ
কাগজের ঘুড়িগুলো উড়ছে ত উড়ছে
এই বুজি রশিতে টান পড়ল,
এই বুজি ঘুড়িগুলো নেমে এল,
শুধু নামতে চায় না
ইসলাম হৃদয়ে আঁকা
ঘুড়িগুলো
কি ঈমানের দৃঢ়তা
উড়ছে ত উড়ছে
আল্লাহকে ভালবেসে।
রংপুর
রাতঃ১.০০টা
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন