বীজ মতিউর রহমান মল্লিক

লিখেছেন লিখেছেন নতুন মস ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪৮:০৪ সন্ধ্যা

নিহত মানুষ তলোয়ার হতে পারে-

আঁধারবিনাশী সাহসের বিদ্যুত্‍-

তপ্তলহুও সাহসই কাটে ধারে,

খুন খেয়ে যেই হয়েছে ডোল তাগুত।

আমরণ এক আজীবন হয়ে যায়,

আল কোরানের দু-ধারী অধ্যাপক,

বাঁক ঘুরে ঠিক শাহাদাত্‍ খুঁজে পায়;

অথচ বাতিল ঢেলেছিলো হেমলক।

সমূহ অচেনা সব চেয়ে চেনা আজ,

জেহাদে যখন জিন্দেগী খোয়া গেছে,

এবং অশেষ ঈমানের কারুকাজ-

যেখানে অথৈ অশ্রুও থোয়া গেছে!

জেহাদে যখন জিন্দেগী খোয়া গেছে-

বিজয়ের বীজ অগণিত রোয়া গেছে।

বিষয়: বিবিধ

৮৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File