লাল শাপলা-২

লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৫:০১:০২ বিকাল

(২৫)

আসবে ছেলে রাত জাগে মা

ঘুম ধরেনা চোখে

আসবে কি হীরার ছেলে

ডাকবে আবার মাকে।

মলিন মুখে উদাস চোখে

অশ্রু গড়ে পড়ে

গভীর রাতে নামাযেতে

একলা বসে

করুন সুরে কাঁদে।

ব্যাথায় কাতর মায়ের মন

ঘুম নেই দুচোখে

আঁচল দিয়ে মুখ ঢাকে মা

কান্না থামে না যে।

কেউ বলেনা কেউ জানে না

আমার ছেলের খবর

শাপলা ফুলের চাদর পরে

ঘুমায়ে আছে কবর।

.

#ছড়াকারঃ লাল শাপলা

#সময়ঃ ৪টা

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File