জলন্ত প্রদ্বীপ

লিখেছেন লিখেছেন নতুন মস ২৮ নভেম্বর, ২০১৩, ০৯:০৪:১২ রাত

স্বল্প স্বল্প দিন কেটে

অনেক সময় হারায়..

এমন করে

শব্দরা সব এলোমেলো

ছুটে আয়,

ভেবেছি ওদের চিরতরে

দিব ছুটি,

মেঘের কোলে

মেঘ জমেছে

বাদলা নামবে আজি...

একেছি অভিমান

একরাশ মেঘ...

চলে যাও শব্দরা

দুর অজানা

কল্পনার দুর দেশে।

কি সব লেখা

হাবিজাবি কথা

অগোছানো সব কাব্য।

অশান্ত নগরী

খোয়া গেল তাই

শিশির ভেজা প্রান্তর,

শেওলা ঢাকা পুকুরে

জীবন্ত পুটি ধরা মাছরাঙ্গাটি

বসে থাকে না

শুকনো ডালের উপর।

নিশ্চুপ চারিধার,

ঘুমিয়ে আকাশ

নীল কুয়াশায় ঢাকা।

হয় না কথা

নিরব প্রাণে

এল দুরে

কাব্য গল্পের খেলনাগুলো

জ্যান্ত মরে

হারিয়ে ফেলে ভাষা।

তোদের আমি বড্ড ভালবাসি..

তোদের কাচা

নিরব ডালে..

কচি সবুজের রাশি।

ভাবায়

সূর্যের রং

হরেক রকম

আলোক ছড়ানো

পর্দার এপার

ঘরের কোণে কোণে,

গ্রিলের ফোকর

রোদ ছায়ারা ঝিকমিক খেলা করে...

এরি মাঝে বিকাল নামে,

সন্ধ্যা পেরিয়ে

রাতের জোনাকি মিটমিট জ্বলে ভাসে

স্বপ্নরা দেখি আলোক তীব্র

মায়াজাল শুধুই বুনে।

পৃথিবীটি যে এক

সত্যের আলোক প্রদ্বীপ

সেই আলোকে

জ্বালাবে শুধু

ঐ ওরা..

যাদের প্রশান্ত হৃদয় আছে।

খুঁজে ফিরি

এস আবার

ফররুখের

সাত সাগরের মাঝি।

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File