কষ্টের মেলা বসে

লিখেছেন লিখেছেন নতুন মস ২৫ নভেম্বর, ২০১৩, ০৬:০১:৪৭ সন্ধ্যা

অভুক্ত শিশুর

কান্না ঝরা চোখ দেখে

মন কাঁদে না

ঠিক দেখ

তিক্ত আচরণ

কষ্ট দেয় তারে

বেদনায় ঝরা পাতা

খেটে খাওয়া মানুষ

ঘাম ঝরানো

দুপুর বেলা

নিরব যন্ত্রণা

ওদের রক্তে ঝরে

হৃদয় জুড়ে

ব্যক্তিস্বার্থ হাসিল

না হলে

কাদে হৃদয় মোর

হতভম্ব

রাস্তায়

ঠিক মাঝখানে দাড়িয়ে

এই বুজি বেজে উঠে

শেষ বাঁশি জীবনের

ওরা চলে

নির্ভয়ে রাস্তা পেরিয়ে

যায় সামন তালে

চেয়ে দেখি তাকিয়ে

চারিদিকে হাহাকার

কষ্টের মেলা বসে

মাঠ জুড়ে

তারা তবু ওঠে

রোজ আকাশে

ভালবাসার পাখি উড়ে

ঐ মেঘের দেশে।

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File