প্রেম এসে ছিল জীবনে নিরবে...

লিখেছেন লিখেছেন নতুন মস ১৪ নভেম্বর, ২০১৩, ০১:১৭:৪৪ রাত

চারিদিকে নিন্দা আর ঘৃণার বৃষ্টি হয়

মুষুল ধারে,

চুপি চুপি দোয়া করে

সরে পড়ি নিরবে।

সবাই সবার ভাব

নিজের ঢং এ প্রকাশ করে

আমিও করি

অনেক ক্ষতিই হল

তাই বলে

লিখা বন্ধ করে দিব

নিজের ভয়ে।

জীবন থাকতে অবৈধ বন্ধনে পা দিবনা

আর

এটা অন্তরের সুপ্ত চাওয়া

অন্যায় বুঝতে পেরে

সরে আসা

সকলের জন্যই বড় চ্যালেঞ্জ।

যে কোন অবৈধ সুপ্ত চাওয়া

এক চুমুক মদ পান করার মতই হারাম।

হারাম বন্ধনে জড়িয়ে গেলে হালাল

বন্ধনগুলোর সাথে

ভীষণ অবিচার করা হয়।

সেই শৈশবকালীন প্রিয় সেই আপুনিকে আমি হারিয়ে ফেলেছি,

আর কথা হয়না আমাদের,

হারিয়ে ফেলেছি শিশুসুলভ চঞ্চলতাকে,

উচ্ছ্বাস আসে বৃষ্টি দেখে,

হারিয়ে ফেলেছি অহেতুক স্বপ্নবিলাসিতাকে,

খুব কট্টর আর একরোখা

বিভ্রান্ত আর ড্যামকেয়ার

ভাব আমাকে ঘিরে ধরেছে।

ধরুক না ক্ষতি নেই

মিছে আশা

ঘৃণা নেই

নিজের প্রতি।

আর হারানোর পাল্লাকে ভারি করা

উচিত হবে না।

একটা বৈধ বন্ধনের

অপেক্ষায়

আমি অজীবন

প্রহর গুনতে

রাজি আছি।

আমার খুব ইচ্ছে,

চক্ষু শীতল করা

সংসার করার।

পৃথিবীর সব ভুল

সব দোষ

পড়ুক না কাধে

তাতে কি?

সবার দুরে সরে যাক আমার কাছ থেকে...

ভুল ত করেছি।

অস্বীকারকারী আমি

হব কেন অহেতুক?

তবে অবৈধ কোন কিছুকেই

আমি মনগড়া

বৈধ ঘোষণা

করতে পারি না।

অজ্যান্তে কোন নারীকে দীর্ঘদিন অবৈধভাবে

মনে লালন করা হারাম।

অজ্যান্তে কোন পুরুষকে দীর্ঘদিন মনে লালন করা হারাম।

কোরআন হাদীস আমি যতই ঘাটি হারামকে ত আর হালাল ঘোষণা করতে

পারব না।

(নতুন মস)

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File