বাকশাল নিপাত যাক জনগণের বাক স্বাধীনতা মুক্তিপাক
লিখেছেন লিখেছেন নতুন মস ০৯ নভেম্বর, ২০১৩, ০২:৪৯:০০ দুপুর
অনেক দিন রাজনৈতিক বিষয়ে লেখালেখি করি না।অনেক ভেবে চিন্তে দেখলাম রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার মত মেধাবী বুদ্ধিজীবি প্রচুর।
আজকে সকালে আল্লামা শফী সাহেবের একটা উক্তি একটা পেজ এ দেখলাম জানি না কতটুকু সত্য এই উক্তিটি
"সকল ইসলামিক দল গুলোর উচিত রাজনৈতিক ভাবে জামায়াতের ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা"।
যদি তিনি এই কথা বলে থাকেন তবে মারাত্নক একটা কথা বলে ফেলেছেন।যদি এটা সত্য হয় ইসলামিক দলগুলো আওয়ামীলীগ আর বি এন পির সাথে জোট করতে পারে তাহলে এখন যখন জামায়াতের নিবন্ধন বাতিল করাই হয়েছে তখন ত ইসলামিক দলগুলো অনায়াসে জামায়াতকে তাদের সাথে জোটবদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।
যদি বর্তমান অবস্থা চিন্তা করা যায় তাহলে সহজে বলা যায় শেখ পরিবারের নেতৃত্বে বাকশাল শাসনে দেশ পরিচালিত হচ্ছে।
ধরা যাক সংবিধান অনুয়াযী শেখ হাসিনা সর্বদলীয় সরকার প্রধান আছেন মানলাম।
কিন্তু জয় কে
সে কেন বলার সাহস পায়ঃ
"হরতাল আর আলোচনা হতে পারে না।"
তাহলে ত তারেক জিয়া বলতে পারেনঃ
"হাসিনা আর তার অধীনে নির্বাচন একই সাথে হতে পারে না।"
দীপুমনিকে সে কেন বলবেঃ
"তাদের ধরতে বাধ্য হয়েছি।"
তাদের আমল ত শেষ তাহলে কিসের জোরে দেশ চলতে ইন্ডিয়া আমিরিকা নাকি চীন জাপান।
সব ইসলামিক দলগুলোর এক হয়ে এই অন্যায় বাকশালের বিরূদ্ধে রুখে দাড়ানো উচিত।এটা একটা সুবর্ণ সুযোগ ইসলামিক দলগুলোর।
(নতুন মস)
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন