"বিডিয়ার বিদ্রোহ"

লিখেছেন লিখেছেন নতুন মস ০৫ নভেম্বর, ২০১৩, ০২:১৯:৫৮ দুপুর

মেঘের দেশে,

মেঘের বাড়ি,

মেঘের সাথে কাড়াকাড়ি

এক টুকর নীল সাদা মেঘ

তোদের জ্যান্ত রাখুক।

তোদের ছোট্ট বেলার স্বপ্নগুলো,

ভালবাসায় জড়ানো থাকুক।

খন্ড খন্ড কালো মেঘ তোদের দুঃখগুলো ঘুচুক।

মেঘের ভিতর রংধনুরা তোদের রক্তে রঙ্গিন রাখুক।

তোদের জন্ম কথার

সত্য কাহিনী দিয়ে

হৃদয়ে জাগ্রত থাকুক।

তোদের ত্যাগ তিতিক্ষার

সন্মান একে

বাংলা জেগে উঠুক

তোদের সবাই ভালবাসুক।

রোদেলা দুপুরের

ঐ স্বাধীন বাংলাদেশ

আবার ফিরে আসুক।

(নতুন মস)

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File