এক পাহাড় হৃদয়ের শূন্যতা
লিখেছেন লিখেছেন নতুন মস ৩১ অক্টোবর, ২০১৩, ০৬:৫৫:১৭ সকাল
চারিদিক চুপচাপ
শান্ত
বড় নিষ্ঠুর নির্বাক
বড্ড অচেনা পরিবেশ
সেখানে আমাদের
বসবাস
পাখিদের কন্ঠ
থেমে গিয়েছে হঠাত্
রক্তচূড়ার পাপড়ি দিয়ে
ঢেকে গিয়েছে রাজপথ
শীতের পিঠার আয়োজনে শেষ
আগুনের মিটমিট খেলাতে
চুলোতে চড়ে তা
তবুও
আর পিঠা তৈরী করে না
মা
খেতে আসে না খোকা
আসবে না ফিরে
আর কখনও
জানে মা
আগুনের দিয়ে
তাকিয়ে তাকিয়ে
চোখের জলে
ঢেউ বয়ে চলে
নেমে আসে এক পাহাড়
হৃদয়ের শূণ্যতা
নিষ্ঠুর নিরবতা
থেমে যায়
সব গল্প স্বল্প কথা।
(নতুন মস)
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন