ঐ নীল সবুজ প্রজাপতি

লিখেছেন লিখেছেন নতুন মস ২৬ অক্টোবর, ২০১৩, ১১:৫০:৪৫ সকাল

কেন চলে গেলেন

আপনি?

কোন সে..

দুর অজানা ঠিকানায়,

আর খুঁজে পাই না আমি।

আকাশের রোদ ছায়ার

খেলার সাথী আপনি...

আপনি ছিলেন মাঝের ঘরের মধ্য মনি...

রোজ ডাকতেন ঘুমন্ত পাখিদের

ফজরের ওয়াক্তে,

আজ কেন ডাকছেন না আপনি?

কেন এত ব্যস্ততা আপনাকে ঘিরে?

কোথায় নিয়ে যাবার প্রস্তুতি চলছে?

ঐ নীল সবুজ প্রজাপতিদের ছায়া ঢাকা

কচি সবুজদের বাগানে।

মধ্য রাতে হঠাত্‍

একটা ফোন...

লাল মাটির সবুজ ঘেরা গ্রাম থেকে কেউ

ক্ষীণ কন্ঠে

শুনিয়ে দিল আমায়...

নেই রূহ,

তার যেন আর.,

পড়ে ছিল,

দেহখানি...

দেখেছি আমি

ঐ আঙ্গিনায়,

ছুয়েছি কপালের চুল

আর একবার।

এই পৃথিবীর বুকে

ঠিক তখনই...

হ্যা,

ঐ মুহুর্ত্বেই

ভুল মনে সুর বেজে

নেমেছিল শূন্যতা।

ঢের অভিমান হলো,

আপনি না বলেই চলে গেলেন?

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File