আমার মা (নতুন মসের মা বেশ কয়েক দিন ধরে অনেক অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন)
লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ অক্টোবর, ২০১৩, ০৬:২১:৪৫ সকাল
প্রকৃতি এখন আধার কালো...
মেঘ ঘন ঘন,
মেঘ কাল কাল,
নীল আসমান সবুজ পৃথিবীর
লুকায়িত সব
আধার আলোয়।
তিন প্রকোষ্ঠের ভিতর
ঘুম ঘুম আমি,
বলছি মাগো..
কেমন আছ তুমি ?
তোমার নীল বেদনার যন্ত্রণায়
শেষ প্রহর গুনে
জাগ্রত ঐ সূর্যের আলো।
স্বপ্ন ভরা ভালবাসা
কোল জুড়ে
মাংসপিন্ড বলছি
কেমন আছ মাগো ?
অস্পষ্ট ছবি
ঐ সুরেলা সুরের চিত্কার
সব পেরিয়ে
শক্ত পায়ে
দাড়িয়ে থাকা আমি
বলছি
পৃথিবীর বুকে
তোমার যন্ত্রণার কাতর কন্ঠ শুনা
বড় কষ্টকর।
আমার বেলকুনীতে পাখির কিচির মিচির ডাক
শোনা যায়,
তোমার পরিপূর্ণ সুস্থতা মাগো চাই...
প্রতি সেকেন্ডে
একটা হৃদয়ের দাবী।
আমার দোয়াতের কালি
ফুরিয়ে যায়
কালিহীন কলম
ক্লান্ত হয়ে
তোমার অসুস্থ দেহের পাশে
ঝিম মেরে পড়ে রয়...
আধার আকাশে
ঐ চাঁদ
আলো ছড়ায়...
পাহাড়ের ঐ চূড়া
তুমি মাগো
আটকে রেখেছ আমায়..
তোমার সুস্থতার জন্য
প্রার্থনা করি
প্রভুর দুয়ারে
অবিরত তাই।
("হে আল্লাহ!
তাদের উভয়ের প্রতি রহম কর,যেমন করে আমাকে তারা শৈশবে লালন পালন করছে।"
আল কোরআন )
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন