অদ্ভুত আনন্দ...
লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ অক্টোবর, ২০১৩, ০৬:৪২:৩৯ সন্ধ্যা
সু দুরে আকাশ
নিরব প্রকৃতি...
গোধূলীর শেষ আলো,
নিভে গেল..
ছেয়ে গেল..
নীলছে আধার কালো।
কথাহীন বাক্য,
কবিতাহীন ছন্দ,
চারিদিক সুমসাম
অদ্ভুত আনন্দ।
অজস্র গল্প আর গল্পে
জীবনটা যেন
শূন্যের গভীরতা।
দিনের পৃষ্ঠা
উল্টে পাল্টে
রাত্রীর সাথে দেখা।
চক্রাকারে ঘুরছে জীবন
এর নাম
মিথ্যা স্বাধীনতা।
নতুন মস
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন