রোদের বাড়ি....
লিখেছেন লিখেছেন নতুন মস ১৭ অক্টোবর, ২০১৩, ১২:৪৮:৩৯ রাত
পৃথিবী মেঘের কিনারায় ভাসমান শূন্যতা
উড়ন্ত ভাসমান ঘুড়ির
রশিহীন ছুটা...
পাহাড় সে ত দাড়িয়ে থাকা দেহরক্ষী
বৈকি আর কিছু নয়..
ঘনসবুজে ঢাকা বাগান বাড়ির দেহরক্ষী।
ঠাই দাড়ান বাঁশ ঝাড়
ঝিরি ঝিরি বাঁশের পাতার দোল খাওয়া...
সেই বাঁশ বাগানে
ফাঁক দিয়ে সূদুরে
চাঁদের আলোয়.. আলোকিত ছায়ায় ঢাকা পালহীন তরী...
নদীর বুকে ভাসমান
ঝড়ের আভাসে
ভয়ে লুকানো
তিক্ত মনের দীর্ঘ নিঃশ্বাস
পথিকের।
ধানের শীষে...
জন্ম নেওয়া শিশির
কখনই ক্ষণস্থায়ী নয়
বরং দীর্ঘস্থায়ী সুন্দর
প্রকৃতির গড়ন।
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন