নিরব শব্দগুচ্ছ
লিখেছেন লিখেছেন নতুন মস ১৫ অক্টোবর, ২০১৩, ০৮:০২:১৫ রাত
						 
						 সেদিন আকাশ মেঘলা থাকবে
নিরব কান্নায় ভেঙ্গে পড়বে প্রকৃতি
ছোট্ট ছোট্ট পায় পিপিলিকারা ভ্রমণ করবে আপন মনে 
সবুজ পাতার উল্টো পিঠে রবে তাদের ভাঙ্গা ঘর
পৃথিবীর নানা রূপ 
অসংখ্য রং ছড়ানো থাকলেও...
কেউ মনে আঁকবে না ছবি
রং এর রূপ পড়ে থাকবে...
কেউ অপেক্ষায় খুলবেনা দোর 
ছুঁতে সেই শত রং... 
সেদিনও আকাশে উঠবে চাঁদ ঠিকই
দেখবে না তোমরা
পাবে না 
আলোর শীতল হাওয়া
সেদিন আকাশ মেঘলা থাকবে
নিরবতা ছেয়ে যাবে চারধার।  
(ঈদ মুবারক)						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ০ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন