গ্রামের আকাশে ঘুড়ি
লিখেছেন লিখেছেন নতুন মস ১২ অক্টোবর, ২০১৩, ০৪:৫৪:২৩ বিকাল
চিরচরিত গ্রাম বাংলা...
কখন বৃষ্টি ঝরে
কখন রোদ হাসে
কখন অনমনে বসে থাকে বালক বালিকার দল
মেঘলা আকাশে
উড়ে ঘুড়ি রং বেরঙ্গের
কত ঘুড়ি হারিয়ে যায়
আর কখনই নামে না জমিনে বুকে
নতুন করে ঘুড়ি উড়িয়ে
রশি ধরে ছুটে চলে
বালক বালিকা দল
নানান সুরের গান ধরে
নানান কন্ঠের তাল তোলে
চঞ্চল হৃদয়ে
জীবন ফিরে পায়
গ্রাম বাংলার চিরচরিত অপূর্ব মায়া।
নতুন মস
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন