এক খন্ড সবুজ (সুন্দরবন)
লিখেছেন লিখেছেন নতুন মস ০৫ অক্টোবর, ২০১৩, ১১:৫৯:৩৮ রাত
নীল আকাশে উড়ছে মেঘের ভেলা,
জমিনের বুকে একে বেঁকে
চলে...
সবুজ উত্তাল,
সুন্দরবনের গোলপাতার ডালপালা|
পতাকা সে যে সবুজ লালে আঁকা|
সবুজ হারিয়ে যায়
যে দূরে..
রক্ত লাল আসছে
তাই ফিরে|
চেয়ে থাকি আনমনে
বৃষ্টি ধারায় সবুজ আঁকি
নয়ন ভেজা অভিমানে
সবুজ স্বপ্নের চিত্রকর্ম
মিথ্যার বেড়াজাল দেখি|
চাঁদের আলোয়
সবুজ পাতায় বৃষ্টি ফোঁটা পড়ে....
তবুও কয়লা কালো ধূসর ধোঁয়ায়
হারিয়ে যায়...
সুন্দরবনের সবুজ প্রকৃতি,
গাছের ছায়ায়
মরিচিকার মায়ায়
সব হারিয়ে...
তপ্ত রোদে
হৃদয় ভাঙ্গা
কষ্টের নীল একে,
বহুদূর পথ....
ক্লান্ত পথিক,
একখন্ড,
সবুজ বাংলাদেশকে খোঁজে।
নতুন মস
(আমি এখন সুন্দরবন দেখিনি
জানি না কখন দেখব কিনা
তার আগেই কি এটা হারিয়ে যাবে
মানচিত্র থেকে)
বিষয়: বিবিধ
১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন