আকাশের ফেরা ঝর্ণাধারা
লিখেছেন লিখেছেন নতুন মস ০৪ অক্টোবর, ২০১৩, ০১:১৮:০০ দুপুর
অন্ধকার রাত পেরিয়ে
বৃষ্টির রূপে অপরূপ ভোর আসে
ভেজা কাক
আর সুরেলা পাখিদের চমত্কার ডাক।
দীর্ঘ খোলা আকাশ দেখা আপন মনে
সেই ঘন্টা ধরে বসে থাকা
সময় স্থির
তবে স্থির প্রকৃতির
রূপ চলন্ত।
পাড়াগায়ের খোলা আকাশের ঝর্ণা ধারার
বর্নণাহীন বৃষ্টিধারা।
টিনের চালের টুন টান শব্দ শুনা।
শহর যেন এক
জেল খানা।
নিরবে কাঁদে প্রকৃতির
কান্নায় ঝরে
চোখের পাতা।
মস্তিষ্ক শূন্য দেহ
মস্তিষ্ক টুক করে ঘোরে অন্য রাজ্যের
কল্পিত স্বদেশের তরে।
নতুন মস
(সেই কবে যে দেখছি আমার আমার কবর গুলোকে)
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন