হারানোর ভয়

লিখেছেন লিখেছেন নতুন মস ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৩৩:৩৬ সন্ধ্যা

দিন শেষে ফিরে আসি

ভীরকে ঠেলে

ঐ দিগন্তের লাল সূর্য

ডুবি ডুবি

খেলা শেষ করে

ডুব দেয় সসীম প্রান্তে।

দূর মসজিদ থেকে

আযানের সুর ধ্বনি ভেসে আসে।

ঘরে ফিরে

দাড়ি টানি

আজকের ক্লান্ত দিনের হিসাব শেষে ।

নামাযের পড়ে,

অনেক পাওয়ার

নিয়ামতগুলো

গুনছি বসে।

পেয়েছি যা

শুকরিয়া করি তা নিয়ে

বসে বসে

আলো ছায়ার দিন শেষে।

হারানোর ভয় ছিল না

কখনই আমার

যা পাচ্ছি সবই পুরুস্কার

ভাবি আমি সবর্দাই।

[কবিতা আব্বু শুনলেন কিন্তু সসীম/অসীম জট খুলছে না]

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File