এক ফোঁটা শিশির....

লিখেছেন লিখেছেন নতুন মস ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২২:১৫ রাত

সবুজ ঘাসের ডগায় শিশির

বিন্দু বিন্দু জল...

সূর্য এসে ঝিলিক ছড়ায়

মুক্ত হীরার দল।

ঐ আকাশে মেঘের ফাঁকে

নীলসে ভেলায়..

উড়ছে পাখির,

স্বাধীন দল।

মুক্ত ডানায়

শিল্প আঁকা যাদের

মুগ্ধতা যে ছোয়না

কখন তাদের।

গাইছে গান,

মুক্ত প্রাণ

সবাই বাসে ভালও

তাদের নিয়ে গান কবিতার

শেষ হল না আজও।

স্বাধীন পাখায়

উদার আকাশে

ছুটছে তারা রোজ

মানুষ নামের মানুষেরা

পায় না সুখের খোঁজ।

[(নতুন মস)

sometime i want to give up everything, then i remember

that

i do nothing.]

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File