"ফেলানী নয়, ঝুলছে বাংলাদেশ"

লিখেছেন লিখেছেন নতুন মস ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৩:৫২ রাত

যাও যাও উড়ে যাও,

মুক্ত আত্না

চিরস্থায়ী ছুটি তোমার...

চলুক দুর দুরন্তে

তোমার যাত্রা পথ।

যাও যাও ভেসে যাও,

কাঁটা তারের

সীমানা পেরিয়ে....

কে আটকায় তোমায়

আমরা দেখতে চাই।

যাও যাও স্বাধীনতা নিয়ে যাও,

তুমি এখন অবলা নারী নও ফেলানী...

তুমি অনেক শক্তিশালী

এগিয়ে যাও

পৃথিবীকে জয় কর।

যাও যাও ফিরে যাও, তুসারের মত সাদা

তুলার মত উড়ে যাও,

ভিজিয়ে দাও

মানুষের নিষ্ঠুর হৃদয়গুলোকে।

যাও যাও মেঘের মত

উড়ে নিয়ে যাও,

বাংলাদেশে তোমার মত কোটি ফেলানীদের

সাথে করে নেও...

কাঁটা তারের বেড়ায়

ঝুলিয়ে দাও

আমাদের রক্তাক্ত দেহটাকেও

আমরাও ত এদেশে চারদিকে আবদ্ধ

কাঁটাতারে বন্ধুকের নলে বন্দি....

চারিদিকে তাকিয়ে দেখি

মানসিক প্রতিবন্ধীদের

যারা কালা বোবা অন্ধ

প্রতিবাদের কন্ঠ যাদের মৃত।

ফেলানী তুমি নও...

আজ বাংলাদেশ

রক্তে লাল মানচিত্র ঝুলছে কাঁটাতারে।

আমরা অসহায় ফেলানী।

যাও যাও তুমি জান্নাতে যাও,

পথের দিশারী

ফেলানীর

তোমার প্রতিচ্ছবি...

আলোক প্রদ্বীপ

হিসেবে দেখতে পাই

ঐ দুরে।

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File