বিকাল বেলা আলোর খেলা

লিখেছেন লিখেছেন নতুন মস ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:২০:১৮ সন্ধ্যা

দালানের গাঁ বেয়ে

বেড়ে ওঠা

সবুজ লতানো

একটা গাছ...

দু এক ফোটা

বৃষ্টির পানির জমেছে আজ গাছের কোনে।

সবুজ পাতা উপর আলো এসে পড়ে...

বিকাল বেলা

পাখিরা ভীর জমায়

চড়ুই পাখি

ফুড়ত্‍ করে ওড়ে যাওয়া ইচ্ছে নিয়ে

চিংচিং করে ডাক পারে

আপন সুরে

আলেয়ার আলোতে।

ঐ আকাশে

লাল সূর্য সোনালী

আভা ছড়াচ্ছে

অপূর্ব বিকেলকে জাগিয়ে তোলে

মায়ার রং এ রঙ্গিন করে

এ জগতে....

মৃদু মৃদু বাতাস বহে

সবুজ পাতা নড়ে

সেই তালে হেলে হেলে

বিকাল বেলা

আবিরের আলোক

রশ্মি

কাঁপানো মায়ার খেলা।

নতুন মস

বিষয়: বিবিধ

১৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File