অবেলার বৃষ্টি

লিখেছেন লিখেছেন নতুন মস ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০১:৪৬ রাত

আজ অবেলায়

মেঘলা আকাশের

নিজ দিয়ে আসছি,

আপন মনে ভাবছি

এই বুঝি....

বৃষ্টির ফোঁটারা আক্রমণ করল

আমাকে চতুর্দিক দিয়ে।

খুব আশায় ছিলাম

একটু না হয় পড়তই

বৃষ্টি....

ক্ষতি কি ছিল?

জ্বর জ্বর ভাব

কেটে যেত।

আকাশ-সমুদ্র ফুটো হয়ে না হয়

কিছু পানি পড়তই

কিন্তু পড়েনি

না পড়ায় বেঁচে গেলাম

হয়ত...

সন্ধ্যা গড়িয়ে

রাত এল...

আসে...

পৃথিবীর এক

শহর জুড়ে বয়ে গেল

হঠাত্‍

আকাশ কেঁপে অনেকগুলো জলধারা নেমে এল...

টুপ করে,

পৃথিবী বড়ই শান্ত

দূর আকাশের দিয়ে তাকিয়ে

বারান্দায় দাড়িয়ে

বৃষ্টি দেখা

খোলা আকাশ

খোলা প্রান্তর

আর বৃষ্টি।

তবুও চমত্‍কার

একরাশ অভিমানী বৃষ্টি

এল ত

তাই ভাল।

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File